বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ১০ শতক জমি অবৈধ দখল থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও সহকারি কমিশনার (ভূমি) সম্রাট খীসা।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ১০ শতক জমি অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়। এই জমির উপর ১১ টি স্থাপনা ছিল। স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম













