রাঙামাটি প্রতিনিধি »
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে শিশু কিশোরদের আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ।জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমার সভাপতিত্বে পম্পি বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল-হক,শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মুজিবুল হক বুলবুল,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হোসনে আরা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার।
আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন,শিক্ষার্থীদেরকে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতার পাশাপাশি শেখ রাসেলের জীবনী ও বিভিন্ন শিক্ষামূলক বই পাঠ করতে হবে।এসব বই পাঠ করলে শিশুদের মেধা বিকশিত হবে।
তিনি আরোও বলেন,শেখ রাসেলের জীবনী পাঠ করলে বোঝা যায় শেখ রাসেল কতটা উদার মনের ছিলেন।এমনকি বাসায় কর্মরত মহিলাদের সাথে কত ভালো ব্যবহার করতেন।এছাড়াও পশু পাখিদের প্রতি তার দয়ামায়া দেখে যে কেও চমকে যেত।তাই শিক্ষার্থীদের শেখ রাসেলের জীবনীপাঠ করা উচিত।
বাংলাধারা/এফএস/টিএম













