৩১ অক্টোবর ২০২৫

চবির ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্নঃ প্রশাসন

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষাকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

ভর্তি পরীক্ষার সময় বিভিন্ন সংগঠনগুলোকে কোন প্রকার সভা সমাবেশ, পোস্টার-ব্যানার টানানো , নোট-শিট বিক্রি, হেল্পডেস্ক না বসানোর জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভর্তি জালিয়াতিসহ নানা অপরাধের শাস্তি দিতে অতিরিক্ত পুলিশসহ ভ্রাম্যমান আদালত নিয়োজিত থাকবে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

উপাচার্য বলেন, আমরা ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে গতবছর যে পদক্ষেপগুলো নেয়া হয়েছিলো সেগুলোর পাশাপাশি আরো কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করেছি।

এসময় সহকারী প্রক্টর রেজাউল করিম বলেন, ‘ভর্তি পরীক্ষায় নিরাপত্তা জোরদার করতে সাতশত পুলিশ মোতায়েন থাকবে ক্যাম্পাসে। এছাড়া নানা গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও রোভারস্কাউটের সদস্যরা কাজ করবে। ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট নিজস্ব পরিবহন ছাড়া কোন ধরনের যানবাহন ক্যাম্পাসের অভ্যন্তরীন রুটে চলাচল করতে পারবে না।

দূরদূরান্ত থেকে আসা পরীক্ষা হলে অবস্থান করলে সে বিষয়ে প্রভোস্টদের পৃথক নিদের্শনা দেওয়া রয়েছে। খাবারের হোটেলগুলোতে দাম যেন বেশী না দিতে পারে সেজন্য মনিটরিং করা হবে। এছাড়া ভর্তি পরীক্ষাদের কাগজে যেসব স্থানে সত্যায়িত করা নির্দেশনা রয়েছে তা না করলেও চলবে বলে জানান তিনি।’

এছাড়াও সেলের অধীনে থাকবে এন্টিপ্রক্সি টিম যার মাধ্যমে যেকোনো ধরণের জালিয়াতি রোধ করা সক্ষম হবে। তিনি আরো বলেন, হল পরিদর্শকগণ পরীক্ষার দিন সকাল আটটায় প্রত্যেকটি হল পরিদর্শন করবেন।

তিনি আরও জানান, বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের প্লাটফর্ম নগদের স্পন্সরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছাউনির ব্যাবস্থা করা হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র, সহকারী প্রক্টর রেজাউল করিম সহ সকল অনুষধের ডিনেরা উপস্থিত ছিলেন।

আগামী ২৭ অক্টোবর থেকে চবির চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের ভর্তি পরীক্ষায় বিভিন্ন ইউনিটে সর্বমোট ১৬৬৮৭০ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা গ্রহণ করা হবে সকাল ও বিকাল দুই শিফটে। পরীক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন অনুষদ ও ক্যাম্পাসের বাইরে হাটহাজারী কলেজে পরীক্ষার আসন বরাদ্দ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন