২৫ অক্টোবর ২০২৫

র‌্যাগের দায়ে চবির ৩ শিক্ষার্থী আটক

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা দিতে আসা এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে র‌্যাগ দেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি।

পরে এদের হাটহাজারী থানায় প্রেরণ করা হয়। জানা যায় অভিযুক্ত তিন জনই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

রবিবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সামনে থেকে তাদের আটক করে প্রক্টরিয়াল বডি।

আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৮-১৯ সেশনের জিহাদ হাসান, লোক প্রশাসন বিভাগের ১৮-১৯ সেশনের আরশিল আজিম নিলয় এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৭-১৮ আরাফাত রহমান।

বিষয়টি নিশ্চিত করে সহকারী প্রক্টর রেজাউল করিম বলেন, ‘আমরা আমাদের সোর্সের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং খবরের সত্যতা পেয়ে তাদের হাতেনাতে আটক করি। পরে তাদের হাটহাজারী মডেল থানায় প্রেরন করা হয়।’

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন