৪ নভেম্বর ২০২৫

ইঞ্জিনিয়ার এমএ রশিদের বিরুদ্ধে আজাদীর মানহানি মামলা

বাংলাধারা প্রতিবেদন »

আজাদী পত্রিকার নাম উল্লেখ করে দৈনিক পূর্বকোণে মিথ্যা বিজ্ঞাপন প্রচারের দায়ে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের স্বত্তাধিকারী ইঞ্জিনিয়ার এমএ রশিদ ও তার প্রতিষ্ঠানের সহকারী মহা-ব্যবস্থাপক মো. নজরুল ইসলামের নামে মানহানির মামলা দায়ের করেছে আজাদী কর্তৃপক্ষ। আদালত অপরাধ আমলে নিয়ে পরবর্তী ধার্য তারিখে অভিযুক্তদের স্বশরীরে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

রবিবার (২৭ অক্টোবর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেকের পক্ষে মামলাটি দায়ের করেন পত্রিকাটির স্টাফ রিপোর্টার জাহেদুল কবির।

জাহেদুল কবির জানান, গত ২৩ অক্টোবর দৈনিক পূর্বকোণে ‘প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা’ শিরোনামে একটি বিজ্ঞাপন প্রচার করা হয়। সেখানে উল্লেখ করা হয়, ১৭ অক্টোবর দৈনিক আজাদীতে ‘চট্টগ্রামের শীর্ষ কোম্পানী কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড রাজস্ব ফাঁকি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের কারণে ইঞ্জিনিয়ার এমএ রশিদের মানহানি হয়েছে। কিন্তু ওই শিরোনামে কোনো প্রতিবেদন সেদিন আজাদীতে প্রকাশিত হয়নি। এমন মিথ্যা বিজ্ঞাপন প্রচার করে ইঞ্জিনিয়ার এমএ রশিদ ও মো. নজরুল ইসলাম দৈনিক আজাদীর সুনাম নষ্ট করেছেন।

মামলার বাদিপক্ষের আইনজীবী জিয়া হাবিব আহসান জানান, আজাদী পত্রিকার নাম উল্লেখ করে দৈনিক পূর্বকোণে মিথ্যা বিজ্ঞাপন প্রচারের দায়ে ইঞ্জিনিয়ার এমএ রশিদ ও তার প্রতিষ্ঠানের সহকারী মহা-ব্যবস্থাপক মো. নজরুল ইসলামের নামে মানহানির মামলা দায়ের করেছে আজাদী কর্তৃপক্ষ।

তিনি বলেন, আদালত অপরাধ আমলে নিয়ে পরবর্তী ধার্য তারিখে ইঞ্জিনিয়ার এমএ রশিদ ও মো. নজরুল ইসলামকে স্বশরীরে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

তিনি আরো বলেন, ১৭ অক্টোবর দৈনিক আজাদীতে ‘কর্ণফুলী শিপ বিল্ডার্সসহ ৫০ প্রতিষ্ঠানের ১২৯ কোটি টাকা রাজস্ব ফাঁকি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। এই সংবাদের ব্যাখ্যা চেয়ে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের আইনজীবী ২১ অক্টোবর একটি লিগ্যাল নোটিশ ইস্যু করেন। ২২ অক্টোবর আজাদী কর্তৃপক্ষ নোটিশ পায়। নোটিশের জবাব দিতে তিনদিন সময় দেওয়া হয়েছিল। কিন্তু ২০ অক্টোবর দৈনিক আজাদীর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন তারা। এটি এক ধরনের প্রতারণা, যা আমরা আদালতকে জানিয়েছি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ