বাংলাধারা প্রতিবেদন »
বন্দরনগরীর এমএ আজিজ স্টেডিয়ামে চলছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল খেলা। আজ বৃহস্পতিবার ফাইনাল। এতে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি।
খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়। ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী সেমিফাইনালে ভারতের গোকুলাম কেরালার বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়ে ফাইনালে ওঠে। নিজেদের মাঠে পিছনের ভুল শোধরে প্রতিপক্ষের ওপর নজর রেখে নতুন কৌশল নিয়ে মাঠে নেমে চ্যাম্পিয়ন হতে চায় জামাল ভূঁইয়ারা।
তেরেঙ্গানু এফসি ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে ভারতের মোহনবাগানের বিপক্ষে ৪-২ গোলে জয় পায়। মালয়েশিয়ার ক্লাবটি আসরে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি। ফাইনলে সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৃতীয় আসরের চ্যাম্পিয়ন হতে চায় তেরেঙ্গানু এফসি।
বাংলাধারা/এফএস/এএ













