৫ নভেম্বর ২০২৫

বাংলাদেশ-ভারত বন্ধুত্ব সংলাপের দুদিন ব্যাপী নবম রাউন্ড কক্সবাজারে শুরু আজ

কক্সবাজার প্রতিনিধি »

‘বাংলাদেশ-ভারত কৌশলগত অবস্থান’ বিষয়ে বাংলাদেশ-ভারত বন্ধুত্ব সংলাপের দুদিন ব্যাপী নবম রাউন্ড আজ (শুক্রবার) কক্সবাজারে শুরু হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহযোগিতায় বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিয়নাল স্ট্যাডি এবং ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। কক্সবাজারের ইনানী সৈকতের তারকা হোটেল রয়েল টিউলিপের বল রুমে অনুষ্ঠিতব্য সংলাপের উদ্বোধনী সেশনে সভাপত্বি করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

প্রথমদিন (১ নভেম্বর) ‘বাংলাদেশ-ভারত বন্ধুত্ব সংলাপের লক্ষ্য ও অর্জনসমুহ’ প্রতিপাদ্যে বেলা সাড়ে তিনটায় উদ্বোধনীতে স্বাগত বক্তব্য রাখবেন পররাষ্ট্র সচিব শহিদুল হক। অনুষ্ঠানে ভারতের আসাম রাজ্যের অর্থ, উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং পূর্ত মন্ত্রী হিমান্তা বিশ্ব শর্মা, বিজিপি (ভারত) জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব ভারানাসী, ভারতীয় রাজ্যসভার এমপি এম জে আকবর, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ, বিআইএমএসটিইসি সাধারণ সম্পাদক এম শহিদুল ইসলাম, ফ্রেন্ডশীপ বাংলাদেশের সভাপতি ও টেকনো ইন্টারন্যাশরাল কলেজ অব টেকনোলজির পরিচালক ড. রাধা তমাল গোস্বামী বিশেষ অতিথি হিসেবে অংশ নিবেন। 

দ্বিতীয় দিন (৩ নভেম্বর) সকাল ১০টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমপির সভাপতিত্বে ‘কর্মসংস্থান সৃষ্টিতে বাণিজ্য ও বিনিয়োগ’ বিষয়ক সভায় দীক্ষাপত্র পাঠ করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যাডি উন্নয়ন বিভাগের প্রফেসর ড. আতিউর রহমান। আলোচনা করবেন, ভারতীয় রাজ্যসভার বিধায়ক রুপা গাঙ্গুলী, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব প্রীতি শরণ, বিআইডিএস এর সিনিয়র গবেষক ড. নাজনীন আহমেদ, সুচিন্তা ফাউন্ডেশনের ট্রেজারার তারিক হাসান।

এরপর ‘কানেক্টিভিটি, ‘প্রযুক্তি, শক্তি ও এনার্জি, ‘বাস্তুসংস্থানের টেকসই উন্নয়ন, ‘আঞ্চলিক সুরক্ষার জন্য চুড়ান্ত মতাদর্শ ধারণ’ বিষয়ক আলাদা সেশনে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম বীরপ্রতীক, এমপি; আসামের মন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা, ভারতীয় রাজ্যসভা বিধায়ক এম জে আকবর ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপত্বিতে এসব সেশনে ভারতীয় ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নিবেন।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি লে. কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান, এমপির সভাপতিত্বে সংলাপের সমাপণী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, এমপি।  পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমপি; ভারতীয় রাজ্যসভার এমপি এম জে আকবর, রুপা গাঙ্গুলী ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন ফ্রেন্ড বাংলাদেশের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিয়নাল স্ট্যাডির চেয়ারম্যান আ.স.ম সামশুল আরেফীন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ