৪ নভেম্বর ২০২৫

নগরীতে কোটি টাকার ইয়াবাসহ আটক ৩

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর নতুন চান্দগাঁও মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৬ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় ঘটনাস্থল থেকে দুইজন পালিয়ে যায়।

শুক্রবার (১ নভেম্বর) রাত ৯ টার দিকে এ অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃতদের নাম- মোঃ আলমগীর হোসেন (৩২), ইভান শেখ (৪২) ও মোঃ আরিফ হোসেন (২৮)।পলাতক রয়েছে- মোঃ দেলোয়ার হোসেন (৪০) ও মোঃ কামাল হোসেন (২২) ।

র‌্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর চান্দগাঁও থানা মোড় পাকা রাস্তায় বসানো বিশেষ চেকপোস্ট হতে কক্সবাজার হতে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৮-১৯২৩) তল্লাশির মাধ্যমে ২৬ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে আটক করা হয়। এ সময় ২ জন আসামী পালিয়ে যেতে সক্ষম হয়।

আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে মাদকদ্রব্য সংগ্রহ করে তা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ কোটি ৩১ লাখ ৩৫ হাজার টাকা।

আসামী, উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এসএস

আরও পড়ুন