৪ নভেম্বর ২০২৫

হালদায় উপজেলা প্রশাসনের অভিযান: ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

বাংলাধারা প্রতিবেদন »  

হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের পোড় কপালিয়া স্লুইস গেট এলাকায় হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার ভাসা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২ নভেম্বর) রাত ৮ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে বলেন, হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের পোড় কপালিয়া স্লুইস গেট এলাকায় হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার ভাসা জাল জব্দ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। অভিযানে সহায়তা করেন গড়দুয়ারা ইউনিয়নের গ্রাম পুলিশ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন