বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিজানুর রহমান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সে আজিজনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ক্যাম্প ঝিরি নামক এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।
সোমবার (৪ নভেম্বর) সকালে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ক্যাম্প ঝিরি নামক এলাকায় এই ঘটনা ঘটে। আজিজনগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
জানা যায়, নিহত মিজান সকালে তার বাড়ির পাশে গাছ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে স্পৃষ্ট হয়ে আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. কামরুজ্জামান আরো জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত না করিয়ে লাশ দাফনের অনুমতি চাইলে তা দেয়া হয়নি। বান্দরবান পুলিশ সুপারের নির্দেশে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম ঘটনাস্থলে আসছেন। তিনি পরবর্তী সিদ্ধান্ত দিবেন। লাশ এখন নিহতের বাড়িতে আছে। ঘটনাস্থলে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা উপস্থিত আছেন।
বাংলাধারা/এফএস/টিএম













