বাংলাধারা প্রতিবেদন »
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার পাঁচটি জানাজা হবে ঢাকায়। তারপর শেষ ইচ্ছা অনুযায়ী রাজধানীর জুরাইনে বাবার কবরের পাশে দাফন করা হবে।
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে নিউইয়র্কে ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান গণমাধ্যমের কাছে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, একাত্তরের মুক্তিযোদ্ধার মরদেহ আগামী বৃহস্পতিবার ঢাকায় ফেরার পর পাঁচটি জানাজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুরান ঢাকার সাবেক এই সংসদ সদস্য ও মন্ত্রী সাদেক হোসেন খোকার জানাজা হবে। পরে এই তাকে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
সেখানে দুপুর ১২টা থেকে সর্বস্তরের মানুষ তার প্রতি তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। এদিন বাদ জোহর গেরিলা নেতা খোকার লাশ নিয়ে যাওয়ার হবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। এখানে দলের পক্ষ থেকে ও তৃণমূল কর্মীরা তাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে বিকেল ৩টায় অবিভক্ত ঢাকার সাবেক মেয়রকে নিয়ে যাওয়া হবে ‘নগর ভবনে’ (বতর্মান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয়)। সেখানে নগরীর জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীরা খোকাকে শেষ শ্রদ্ধা জানাবেন।
গোপীবাগের পারিবারিক বাসভবন হয়ে তাকে নিয়ে যাওয়া হবে ধূপখোলা খেলার মাঠে। এখানেই হবে বিএনপি নেতার শেষ জানাজা। তারপর নিজের ইচ্ছা অনুযায়ী তাকে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এসএস













