বাংলাধারা প্রতিবেদন »
ফেনী সদর থানাধীন লালপুল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
বুধবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল লালপুলে আভিযান পরিচালনা করে ২৯ হাজার ৩২০ পিস ইয়াবাস ট্যাবলেটসহ ১ জনকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা।
আটককৃতের নাম- মো. দেলোয়ার হোসেন দুলাল (৪০)। সে গাজীপুর জেলার জয়দেবপুর থানার দক্ষিণ সালনা গ্রামের মো. আতার উদ্দিনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালপুলের মুহুরী ফিলিং স্টেশনের সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ডভ্যানকে সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে চেকপোস্ট ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা গাড়িটির পিছু নিয়ে ধাওয়া করে এবং মো. দেলোয়ার হোসেন দুলাল (৪০) নামক এক ব্যক্তিকে আটক করে।
পরবর্তীতে ভ্যানটি তল্লাশী করলে একটি ট্র্যাভেল ব্যাগের ভিতরে ২৯ হাজার ৩২০ পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতারকৃত থেকে জানা যায়, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কাভার্ডভ্যানের মাধ্যমে মালামাল পরিবহনের আড়ালে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পাচার করে আসছিল।
কাভার্ড ভ্যান, দুলাল, ইয়াবা ও আন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম/এসএস













