৩০ অক্টোবর ২০২৫

সৌদিতে নারীকর্মীদের নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

বাংলাধারা প্রতিবেদন »

সৌদি আরবে নারীকর্মীদের নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নির্যাতনের বিরুদ্ধে চুপ থাকার সময় আর নেই সৌদি আরবে বাংলাদেশী নারী গৃহকর্মীদের উপর শারীরিক ও যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে নিপীড়নের বিরুদ্ধে সচেতন সমাজ ও সারেং।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইমরান এমির সভাপতিত্বে মিনহাজুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশন প্রাক্তন কাউন্সিলর এডভোকেট রেহেনা বেগম রানু, নগর আওয়ামীলীগ নেতা হাবিব উল্লাহ, সংগঠক নোমান উল্লাহ বাহার, গণসংহতি আন্দোলনের নেতা নাসির জসিম, মিলন দত্ত, এডভোকেট প্রদীপ চৌধুরী, লে. ইলিয়াস কামরু, হামিদ উদ্দীন, নাছির উদ্দীন, অভিজিৎ নাথ, জান্নাতুল ফেরদৌস আখি, সারেং’র কো-ফাউন্ডার আরমান ও তাসনিম প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, সৌদি আরবে নারী শ্রমিকদের ওপর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। এখন আর চুপ থাকার সময় নেই। সব কিছুরই একটি সীমা থাকে। সীমা ছাড়িয়ে গেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার।

বক্তরা আরও বলেন, নিরাপত্তাহীনতার মধ্যে নারী শ্রমিকদের পাঠানোর কারণে তাদের ওপর অত্যাচার, নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। সরকারের উচিত এ বিষয়ে সৌদি সরকারের সাথে আলোচনা করে একটি সমাধান বের করা। যদি তাই না হয় তাহলে নারী শ্রমিকদের পাঠানোর দাবি জানানো হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন