বাংলাধারা প্রতিবেদন »
সপ্তাহব্যাপি আয়কর মেলার প্রথম দিনে কর আদায় হয়েছে ৩৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৭৫৪ টাকা।কর সেবা নিয়েছেন ২০ হাজার ৮৬৭ জন। রিটার্ন জমা পড়েছে ৪ হাজার ৯৩৩টি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত আপিলাত কর কমিশনার মো. মাহমুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মেলার প্রথম দিনে কর আদায় হয়েছে ৩৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৭৫৪ টাকা।কর সেবা নিয়েছেন ২০ হাজার ৮৬৭ জন। রিটার্ন জমা পড়েছে ৪ হাজার ৯৩৩টি। নতুন ই-টিআইএন নিয়েছেন ৪৬১ জন। কর সেবা নিয়েছেন ২০ হাজার ৮৬৭ জন।
আয়কর তথ্য মতে জানা যায়, চট্টগ্রামের কর অঞ্চল-১ এ রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৮৪৭ জন। কর আদায় হয়েছে ১১ কোটি ১৮ লাখ ৫৭ হাজার ৩ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ১৭৮ জন। কর অঞ্চল-২ এ কর আদায় হয়েছে ৭ কোটি ৬১ লাখ ৩ হাজার ৯৩৭ টাকা। রিটার্ন জমা পড়েছে ৮১০টি।ই-টিআইএন নিয়েছেন ৫৬ জন। কর অঞ্চল-৩ এ কর আদায় হয়েছে ৬ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৭৯৮ টাকা।আয়কর রিটার্ন জমা পড়েছে ১ হাজার ২১৯টি।ই-টিআইএন নিয়েছেন ১১৬ জন। কর অঞ্চল-৪ এ কর আদায় হয়েছে ৭ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৩৯৩ টাকা। রিটার্ন জমা পড়েছে ১ হাজার ৩৩টি।ই-টিআইএন নিয়েছেন ১১১ জন।
এ ছাড়া জরিপ রেঞ্জ-৩ এ কর আদায় হয়েছে ২ লাখ ১৯ হাজার ৬২৩ টাকা এবং রিটার্ন জমা পড়েছে ২৪টি। সেবা নিয়েছে ১ হাজার ৯৫৭ জন।
বাংলাধারা/এফএস/টিএম













