৩০ অক্টোবর ২০২৫

লামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

লামা প্রতিনিধি »

বান্দরবানের লামায় ৩৮৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০১৯) লামা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। রবি/২০১৯-২০ মৌসুমে ভুট্টা, চিনাবাদাম প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সানজিদা বিনতে সালাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, প্রান্তিক কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সানজিদা বিনতে সালাম। তিনি বলেন, কৃষি বান্ধব বর্তমান সরকার কৃষকদের উন্নয়নের জন্য যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। কৃষকদের ফসল চাষাবাদের জন্য বীজ, সার সহ কৃষি উপকরণ ভূর্তকীতে প্রদান করে উৎপাদনে গতি এনেছেন। বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার সঠিক নির্দেশনায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমাদের কৃষি উৎপাদনের এই ধারাকে ধরে রাখতে হবে। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি বলেন, কৃষিকে লাভজনক করতে টেকসই কার্যক্রম হাতে নিতে হবে। কৃষি সম্পর্কিত যে কোন সমস্যা ও প্রযুক্তি বিষয়ে জানতে সরাসরি কৃষি অফিসকে অবহিত করতে পারেন। সরকার ও তার সংশ্লিষ্ট বিভাগ কৃষকের সহায়তা দিতে সবসময় প্রস্তুত আছে।

আলোচনা সভা শেষে রবি/২০১৯-২০ মৌসুমে ভুট্টা, চিনাবাদাম প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩৫০ জন ভুট্টা চাষীকে ২ কেজি করে ভুট্টার বীজ, ২০ কেজি টিএসপি সার এবং ১০ কেজি এমওপি সার ও ৩৫ জন চিনাবাদাম চাষীকে ১০ কেজি করে চিনাবাদাম বীজ, ২০ কেজি টিএসপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন