৩১ অক্টোবর ২০২৫

কক্সবাজারের দুর্ধর্ষ সন্ত্রাসী রোহিঙ্গা নুর জোহারের জবাই করা মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি »  

কক্সবাজার শহরের দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী নুর জোহার (২৫)’র জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) শহরের পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাহিত্যিকা পল্লী সমিতি বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করেন পুলিশ। 

নুর জোহার ওই এলাকায় বসবাসকারি মৃত হোসেন আহমদের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) মো. খাইরুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সকালে স্থানীয়রা ওই এলাকার ব্রিজের নিচে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জবাই করা মরদেহটি উদ্ধার করেন। পরে থানার রেকর্ড দেখে হত্যা, ধর্ষণ, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার আসামী নুর জোহারকে সনাক্ত করা হয়।

ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের বিরোধের জের ধরে তাকে জবাই করে হত্যার পর ব্রিজের উপর থেকে নিচে ফেলে দিয়ে চলে গেছে হত্যাকারিরা। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে পুলিশ তা তদন্ত করছে। হত্যাকান্ডের সঠিক তথ্য তদন্তের পর জানা যাবে।

তিনি আরো জানান, মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাধারা/এফএস/টিএম


আরও পড়ুন