৩১ অক্টোবর ২০২৫

কক্সবাজারের লালদীঘি পাড় থেকে ৬ হাজার ইয়াবাসহ দুইজন আটক

কক্সবাজার প্রতিনিধি »  

কক্সবাজার শহরের লালদীঘি পাড় এলাকা থেকে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে এ অভিযান চালায় র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল।

আটকরা হলো, টেকনাফের লেদা এলাকার জাকের আহমদের ছেলে মো. ইরফান (২৫) ও কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঘোনাপাড়ার হেমন্ত দাসের ছেলে কাজল দাস (৫২)।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনা-বেচার জন্য লালদিঘী এলাকায় অবস্থান করছে। সেই সুত্রে অভিযান চালিয়ে র‌্যাব প্রায় ৬ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করে।

তিনি আরো জানান, আটক দুই মাদক ব্যবসায়ীকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন