৩১ অক্টোবর ২০২৫

প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কাছে হারল ব্রাজিল

বাংলাধারা প্রতিবেদন »  

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।শুক্রবার (১৫ নভেম্বর) সৌদি আরবের কিং সাদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে  মুখোমুখি হয় দু’দল। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১১টায়। ১৩ মিনিটের মাথায় দলের হয়ে গোল করেন নিওলেন মেসি।এই ম্যাচের মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের দেয়া তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরেন মেসি।

ম্যাচের ১০ মিনিটে   পেনাল্টি পেলেও গোল আদায় করতে পারেনি ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস । এর পরিবর্তে ঠিক তার তিন মিনিট পরেই  পেনাল্টি পায় আলবেসেলেস্তেরা। মেসির শট প্রথমে ফিরিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। ফিরতি বল পেয়ে যান মেসি। এবার আর গোল করতে ভুল করেননি তিনি।তবে মেসির দিনে ছিলেন না নেইমার। চোটের কারণে  দর্শক সারিতেই বসতে হয় তাকে।

পুরো মাচে এ দিন বল দখল, পাস কিংবা ট্যাকেলে এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু আক্রমণভাগের মধ্যে হলো আসল ব্যবধানটা।যেখানে আর্জেন্টিনা সবমিলিয়ে মোট ২২ বার ব্রাজিলের বিপদসীমায় ভয় ধরিয়েছে। ব্রাজিল সেখানে মোটে ৭ বার। তাওকোনো সফলতা নেই। বিপরীতে একবার সফলতার মুখ দেখে আর্জেন্টিনা । ব্রাজিল সুযোগের সন্ধানে থাকলেও আর্জেন্টিনার রক্ষণভাগ সেই সুযোগ দেয়নি।ফলে নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

সেইসঙ্গে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারানোর স্মৃতি নিয়ে মাঠে নামলেও এবার পরজায় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

দুদল আরও একটি করে প্রীতি ম্যাচ খেলবে।১৯ নভেম্বর স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সোয়া ১টায় ইসরায়েলের ব্লুমফিল্ড উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে আর্জেন্টিনার। আর একই দিন আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সাউথ কোরিয়াকে মোকাবেলা করবে ব্রাজিল।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন