বাংলাধারা ডেস্ক »
পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভারী বৃষ্টিপাতের পর বজ্রাঘাতে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহত হয়েছে আরও অনেকে।ওই বজ্রাঘাতে শুধু মানুষই নয় কয়েক ডজন গবাদি পশু মারা গেছে।
প্রদেশটির থারপারকার জেলার মিথি, ছাছি ও রাম সিং সোধো গ্রামে এই বজ্রাঘাতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
প্রদেশের অন্যান্য জেলায় বজ্রাঘাতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। খায়েরপুর জেলা কোতদিজিতে বজ্রাঘাতের ঘটনায় একটি গাছে আগুন ধরে যায়।
উদ্ধারকর্মীদের বরাত দিয়ে গণমাধ্যমগুরো জানায়, আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ পর্যন্ত ১৬ জনের বেশি আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া বিভিন্ন হাসপাতালে ১০ জনের মৃতদেহ নিয়ে আসার কথাও নিশ্চিত করেন তারা।
এদিকে বজ্রাঘাতে হতাহতের ঘটনায় আক্রান্ত অঞ্চলগুলোতে জরুরি নোটিশ জারি করে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। দেশটির নিম্নাঞ্চলে এ বজ্রাঘাতের ঘটনা ঘটছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম













