বাংলাধারা ডেস্ক »
দামের কারনে পেয়াজ এখন বিয়ে বাড়ির উপহারে রুপ নিয়েছে। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালখড়পাড় গ্রামে এক বিয়েতে উপহার হিসেবে পাঁচ কেজি পেয়াজ দিয়েছে বরের বন্ধুরা। যা রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে।
জানা যায়, এলাকার আলহাজ আবদুর রহিম মিয়ার ছেলে এমদাদুল হক রিপনের বিয়ের বৌ-ভাত অনুষ্ঠানে বরের বন্ধু শহিদ, শাহজাহান ও শিপন দুই’শ টাকা দরে পাঁচ কেজি পিয়াজ উপহার দেন।
বরের বন্ধুরা জানান, আমরা সাধারনত উপহার হিসেবে একটু দামী কিছু দেই। কিন্তু গত কয়েক দিন ধরে বাজারে পেয়াজের যে দাম বর্তমানে সেটাই সবচেয়ে দামী। তাই বন্ধুর বিয়েতে পেয়াজ উপহার দিয়েছি। বেশ ভালো লাগছে। আশা করি, পেয়াজগুলো পেয়ে বন্ধুর খুব উপকার হবে।
এদিকে পেয়াজ উপহার দেয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। যা ইতিমধ্য বিভিন্ন গণমাধ্যমে তা প্রচার হচ্ছে।
বাংলাধারা/এফএস/টিএম/এসএস













