লামা প্রতিনিধি »
বান্দরবানের লামায় ১২ দিনের ব্যবধানে আরেকটি হাতির শাবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কুমারী চাককাটা এলাকায় ধানের জমিনে বন্য হাতির শাবকটি মরে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন।
এবিষয়ে বন বিভাগকে খবর দিলে শনিবার দুপুরে লামা বন বিভাগের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
লামা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস.এম কায়সার জানান, মৃত্যু হওয়া হাতির শাবকটির বয়স আনুমানিক তিন বছর হবে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। বিষেশজ্ঞ ডাক্তাররা দ্বারা সুরতহাল প্রতিবেদন ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় লামা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
লামা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জুয়েল মজুমদার বলেন, বন বিভাগের প্রতিনিধি দল সহ আমি ঘটনাস্থলে যাই। মৃত শাবকটির সুরতহাল প্রতিবেদন ও ভিসেরা সংগ্রহ করি। সেগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম পাঠানো হবে। মৃত হাতি শাবকটির শুড়ের কাছে আঘাতের চিহ্ন ছিল।
এ বিষয়ে চাককাটা এলাকার স্থানীয় কয়েকজনের সাথে কথা হয়। তারা জানায়, গতরাতে হাতির বাচ্চাটি চিৎকার করতে করতে উচিতারবিল রিজার্ভ এলাকা হতে এদিকে আসছিল। সকালে আমরা চাককাটা এলাকার আব্দুল্লাহর জমিতে হাতির বাচ্চাটিকে মরে পড়ে থাকতে দেখি। মৃত হাতির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর সোমবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় পাহাড়ি লেকের কাদা পানিতে ডুবে একটি বন্য হাতির শাবকের মৃত্যু হয়েছে। এছাড়া ১০/১১ বছর আগে ইয়াংছা একই জায়গায় আরেকটি বড় হাতি মারা গিয়েছিল।
বাংলাধারা/এফএস/টিএম













