বাংলাধারা প্রতিবেদন »
দেশজুড়ে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পেঁয়াজের বাজার। নিয়ন্ত্রণহীন এ বাজার সামাল দেয়ার জন্য কোন পদ্ধতিও কাজ করেনি। ফলে কয়েক দফা দাম বেড়ে এক কেজি পেঁয়াজ এখন ২৫০ টাকা ছাড়িয়ে গেছে৷ ৩১ অক্টোবর ১৬০, ১৩ নভেম্বর ১৯০ এবং ১৪ নভেম্বর থেকে দুই শতকের ঘরে পা দেয় পেঁয়াজ। আকাশ ছোঁয়া দামের কারণে ঝালমুড়ি বিক্রেতারা এখন পেঁয়াজের পরিবর্তে পেঁপে দিচ্ছেন।
শনিবার (১৬ নভেম্বর) নগরীর কয়েকটি জায়গা ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে।
নগরীর মুরাদপুর মোড়ে ঝালমুড়ি বিক্রেতা জয়নাল মিয়া জানান, ঝালমুড়ি বিক্রয় করে প্রতিদিন ১৫০ টাকার মতো আয় হয়। ঝালমুড়িতে ৩ কেজি পেঁয়াজ লাগে। ৩ কেজি পেঁয়াজের দাম প্রায় ৭০০ টাকার বেশি। লাভ না হলে বউ-বাচ্চা নিয়ে কী খাওয়াবেন, কেমন করে বাসা ভাড়া দেবেন- প্রশ্নও রাখেন তিনি।
পেঁয়াজের বদলে পেঁপে ক্রেতারা ঝালমুড়ি খাবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এত বেশি দামে পেঁয়াজ ঝালমুড়িতে দেয়া যায়না, সেটি তারাও বুঝেন।
এদিকে, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি হোটেলে সিঙ্গাড়া-সমুচায় পেঁয়াজের পরিবর্তে পাতাকপি দেয়া হচ্ছে।
এর কারণ সম্পর্কে ওই হোটেল মালিক জানান, পেঁয়াজের দাম হঠাৎ করে একশ টাকা হয়ে গেছে। দুশ টাকা হওয়ার পরও পেঁয়াজ দেয়া হয়। কিন্তু এখন সম্ভব হচ্ছেনা। কারণ পেঁয়াজের কেজি ২৫০ ছাড়িয়ে গেছে।
আর এ মুহুর্তে সিঙ্গাড়া-সমুচায় পেঁয়াজ দিলে লাভের মুখ দেখতে হবেনা বলেও জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম













