বাংলাধারা ডেস্ক »
উন্মোচিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের লোগো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু বিপিএলের লোগো উন্মোচন করা হয়। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনসহ বোর্ডের অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।
অনুষ্ঠানে পাপন বলেন, আগামী ৮ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু বর্ষ শুরু হবে। ওই দিন প্রধানমন্ত্রী বিপিএলের উদ্বোধন করবেন। বিপিএলের মাধ্যমে বঙ্গবন্ধু বর্ষ শুরু হচ্ছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এবারের বিপিএল বিশেষ বিপিএল। অন্যবার দেশি খেলোয়াড়রা খুব একটা সুযোগ পায় না। এবারের বিপিএলে দেশিদের প্রাধান্য দেওয়া হবে। এতে করে দেশের ক্রিকেট উপকৃত হবে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু বিপিএলের সাত দলের নাম ঘোষণা করা হয়।
দলগুলো হচ্ছে:
১. যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন ২. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৩. প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স ৪. সিলেট থান্ডার্স ৫. রংপুর রেঞ্জার্স ৬. রাজশাহী রয়্যালস ৭. কুমিল্লা ওয়ারিয়র্স। আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। এর তিন দিন আগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।
রোববার রাজধানীর র্যাডিসনে সন্ধ্যা ৬টায় শুরু হবে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।
বাংলাধারা/এফএস/টিএম













