খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্যাঞ্চলে ২রা ডিসেম্বর শান্তিচুক্তির ২২তম বর্ষপুর্তি উপলক্ষে মাটিরাঙ্গা জোন বিভিন্ন কর্মসূচি গ্রহনের কথা জানিয়ে জোন অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি জি বলেন,পাবর্ত্য অঞ্চলে একসময় সংঘাতময় পরিস্থিতি ছিল বর্তমান সরকারের আন্তরিকতায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তিচুক্তির পর পাহাড়ে শান্তির সুবাতাস বইছে।বর্তমানে পাহাড়ের মানুষ শান্তিতে বসবাস করছে।সেনাবাহিনী পাহাড়ের পিছিয়ে পড়া মানুষের জন্য সবসময় কাজ করে যাচ্ছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে মাসিক নিরাপওা সম্মেলনের সভাপতির বক্তব্যয়ে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি জি এসব কথা বলেন।
মাসিক নিরাপওা সম্মেলনে মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ইফতেখার রিয়াদ, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ,গুইমারা আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক শাওন আসাদ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো:সামসুদ্দীন ভূইঁয়া,গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ বড়ুয়া,মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ নাহিদ, মাটিরাঙ্গা রেঞ্জকর্মকর্তা মো:তারিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো:মুজিবুর রহমান ভূইঁয়া, প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মো:আবু ইউচুফ চৌধুরী, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার এিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় এিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা,গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেমং মারমা,তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: তাজুল ইসলাম।
আলোচনা শেষে মাটিরাঙ্গা জোনের আওতায় শিক্ষাপ্রতিষ্টানে ডেউটিন,মসজিদের জন্য মাইক বিতরন করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি জি।
মাসিক নিরাপওা সম্মেলনে, হেডম্যান, কার্বারি, শিক্ষক,জনপ্রতিনিধি সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম













