বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা ব্রিকস ফিল্ড এলাকায় বড়ুয়া ভবনে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে ১ লাখ টাকা ও প্রত্যেক আহত ব্যক্তির চিকিৎসার জন্য ২০ হাজার টাকা করে ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহয়তা প্রদান করবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শিক্ষা উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নাসিউর রহমান সিকদার অনিক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এছাড়া তিনি আগামীকাল সকাল ৯ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যাবেন এবং পাথরঘাটা ব্রিকফ্রিল্ড রোডস্থ দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন।
উল্লেখ্য, গতকাল পাথরঘাটা ব্রিকস ফিল্ড এলাকায় এক বাড়িতে গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় সাতজনের মৃত্যু এবং অনেক মানুষ হতাহত হয়।
দুর্ঘটনার এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রাক্তন মেয়র মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন ও তাঁর ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহিন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছুটে যান তারা।
বাংলাধারা/এফএস/টিএম













