৫ নভেম্বর ২০২৫

চবির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাধারা প্রতিবেদন »

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী।  

সোমবার (১৮ নভেম্বর)  এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে এ আয়োজন শুরু হয়। র‌্যালি শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কেক কাটেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, সত্য-সুন্দর-কল্যাণ আর জ্ঞানর আলোয় আলাকিত হওয়ার তীর্থস্থান হলো বিশ্ববিদ্যালয়। সৎ, যোগ্য ও বহুমাত্রিক দক্ষতা সম্পন আলাকিত মানব সম্পদ উৎপাদনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র অন্যতম লক্ষ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও  ভৌত অবকাঠামো উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের সকল ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। 

এসময় উপাচার্য  শিক্ষার্থীরা তাদের মেধাকে সর্বোচ্চ কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় হতে অবিরাম জ্ঞান আহরণের মাধ্যমে সত্য-সুন্দর-কল্যাণকে ধারণ করে জ্ঞানের আলোয় আলোকিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দৃশ্যমান ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভায়  বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়  সিনেট সদস্য প্রফেসর ড. সুলতান আহমদ, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মহীবুল আজিজ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর  ড. মো. সেকান্দর চৌধুরী, শহীদ আবদুর রব হলের প্রভোস্ট প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী, অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আলী আশরাফ, প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান, বঙ্গবন্ধু পরিষদ-চবি’র সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবী, অফিসার সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক, কর্মচারী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন এবং কর্মচারী  ইউনিয়নের সভাপতি মো. আবদুল হাই। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে  এম নুর আহামদ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ