৫ নভেম্বর ২০২৫

পাঁচ দিনে কর আদায় ৩৯৩ কোটি ৪৬ লাখ টাকা

বাংলাধারা প্রতিবেদন »   

আয়কর মেলায় পাঁচ দিনে কর আদায় হয়েছে ৩৯৩ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৪০১ টাকা। রিটার্ন জমা পড়েছে ৩৪ হাজার ৮১৩টি।

সোমবার (১৮ নভেম্বর) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপি আয়কর মেলায় এমন তথ্য জানা যায়।

মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত আপিলাত কর কমিশনার মো. মাহমুদুর রহমান জানান, মেলার পঞ্চম দিনে কর আদায় হয়েছে ৮৫ কোটি ৯৯ লাখ ২ হাজার ৯৫৩ টাকা। রিটার্ন জমা পড়েছে ৮ হাজার ৬টি। নতুন ই-টিআইএন নিয়েছেন ৭৫৯ জন। কর সেবা নিয়েছেন ৪২ হাজার ৯৩৯ জন।

আয়কর তথ্যে জানা যায়, চট্টগ্রাম কর অঞ্চল-১ এ কর আদায় হয়েছে ৫২ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৪৩৩ টাকা।রিটার্ন জমা পড়েছে ১ হাজার ৫০২ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ৩০৯ জন। কর অঞ্চল-২ এ কর আদায় হয়েছে ১৫ কোটি ৯২ লাখ ৩৫ হাজার ২৯০ টাকা। রিটার্ন জমা পড়েছে ১ হাজার ৩৭১ টি।নতুন ই-টিআইএন নিয়েছেন ৯৬ জন। কর অঞ্চল-৩ এ কর আদায় হয়েছে ৬ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৯২৭ টাকা। রিটার্ন জমা পড়েছে ২ হাজার ৩৫৫ টি। নতুন ই-টিআইএন নিয়েছেন ১৩৯ জন। কর অঞ্চল-৪ এ কর আদায় হয়েছে ১০ কোটি ৩৭ লাখ ৮২ হাজার ১৪৯ টাকা। রিটার্ন জমা পড়েছে ১ হাজার ২২৭ টি।নতুন ই-টিআইএন নিয়েছেন ২১৫ জন।

এছাড়া জরীপ রেঞ্জ-৩ এ কর আদায় হয়েছে ৭৪ হাজার ২৩৯ টাকা। রিটার্ন জমা পড়েছে ৩০ টি। কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পটিয়া ও লোহাগাড়া কর আদায় হয়েছে ৭০ লাখ ১৩ হাজার ৯১৫ টাকা। রিটার্ন জমা পড়েছে ১ হাজার ৫২১ টি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ