২ নভেম্বর ২০২৫

শোষিত মানুষের জন্য আমৃত্যু কাজ করেছেন সাংসদ বাদল

বোয়ালখালী প্রতিনিধি »

শোষিত মানুষের অধিকার আদায়ে আমৃত্যু কাজ করে গেছেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কার্যকরী সভাপতি চট্টগ্রাম-৮ আসনের প্রয়াত সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে বোয়ালখালী পরিষদ চত্বরে উপজেলা জাসদের উদ্যোগে সাংসদ বাদল স্মরণে আয়োজিত শোক সভায় বক্তারা এ কথা বলেন।

উপজেলা জাসদের সভাপতি মনির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত।

উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ওবাইদুল হক ও দপ্তর সম্পাদক সরোয়ার আলমের যৌথ সঞ্চালনায় প্রয়াত সাংসদ বাদলের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সৈয়দুল আলম, জাসদ দক্ষিণ জেলার সভাপতি নুরুল আলম মন্টু, সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, আধিবাসী বিষয়ক সম্পাদক শ্যামল বিশ্বাস, উত্তর জেলার সভাপতি ভানু রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক এসএম আকতারুল আলম, মহানগর সভাপতি আবু বক্কর সিদ্দিকী, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সাধারণ সম্পাদক এমএ ঈছা, শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, অধ্যক্ষ শোয়াইব রেজা, আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান, যুবলীগ নেতা সেলিম উদ্দিন, উপজেলা জাসদ সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা হামিদুল হক সিকদার ও সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মিহির কান্তি বিশ্বাস।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ