বাংলাধারা প্রতিবেদন »
ফেনী জেলার সদর থানাধীন মহিপাল এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই মাদক ব্যবসায়ীসহ মাদক পরিবহনে ব্যবহৃত লোটাস পরিবহনের একটি বাস জব্দ করেছে র্যাব-৭ ।
সোমবার (২৫ নভেম্বর) ভোর চারটা নাগাদ অভিযানটি পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ এরশাদ (৪০) এবং মোঃ শাহাজান (৩৬)। এরশাদ কুমিল্লা জেলার মুরাদনগর থানার দৌলতপুর গ্রামের মৃত শওকত আলীর পুত্র এবং শাহজাহান চাদপুর জেলার শাহারাস্তি থানার খেরিহর গ্রামের মোঃ মোখলেছুর রহমানের পুত্র।
র্যাব-৭’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম হতে ঢাকার দিকে যাচ্ছে।
উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার (২৫ নভেম্বর) ভোর চারটা নাগাদ র্যাবের একটি আভিযানিক দল ফেনী জেলার সদর থানাধীন মহিপাল এলাকায় ওভার ব্রিজের নীচে স্টার লাইন কাউন্টারের সামনে চট্টগ্রাম হইতে ঢাকা গামী মহাসড়কে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে।
এ সময় চট্টগ্রাম হতে ঢাকাগামী লোটাস পরিবহনের একটি বাসকে তল্লাশীর জন্য সংকেত দিলে বাসের ড্রাইভার গাড়িটিকে না থামিয়ে র্যাবের চেকপোস্ট অতিক্রম করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে দু’জন কে আটক করে।
পরে আটককৃত বাসটি তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫ হাজার ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটককৃতদের গ্রেফতার করা হয় এবং বাসটি জব্দ করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিনযাবত বাসের ড্রাইভিং এবং সুপারভাইজার পেশার আড়ালে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে।
জব্দকৃত বাসের আনুমানিক মূল্য ১ কোটি টাকা এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৫ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব-৭।
আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/ইফ
				












