বাংলাধারা ডেস্ক »
আফ্রিকার দেশ কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় বেনি শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ওইচা নামক গ্রামে হামলা চালায় বিদ্রোহীরা।
আলজাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) ওই গ্রামটিতে হামলা চালায়।
বেনি অঞ্চলের প্রশাসনিক প্রধান ডোনাট কিবাওয়ানা বলেন, ‘হামলায় নিহত অনেক পরিবারের সদস্যরা তাদের বাড়িতে ফিরতে চাইছেন না। কারণ তারা ফের হামলার আতঙ্কে ভুগছেন। আমরা প্রথামিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে ১৯ জনের মরদেহ উদ্ধার করেছি।’
তিনি বলেন, ‘আমরা আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। আমরা বেনি অঞ্চলে সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছি। সেনাবাহিনী বিদ্রোহীদের তাড়া করেছে। আমরা সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’
চলতি সপ্তাহে বেনি অঞ্চলে হামলা করেছিল সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী এডিএফ। রবিবারের হামলায় আটজন বেসামরিক নাগরিক নিহত হয়। তারপর রাস্তায় নেমে বিক্ষোভ করে সাধারণ জনতা। এছাড়া বেনি শহর ছাড়াও ওই অঞ্চলের অন্যত্র জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ব্যর্থতার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













