খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় দিনব্যাপী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌতুক নিরোধ আইন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে বাস্তবায়নে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা বেগম।
দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ন পাটোয়ারী, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, বর্নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূঁইয়া, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর পরিচালন উন্নয়ন প্রকল্পের রুনি চাকমা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এ প্রশিক্ষণ কর্মশালায়, জনপ্রতিনিধি, সাংবাদিক সুশীলসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













