৩০ অক্টোবর ২০২৫

কোতোয়ালীতে ২ ছিনতাইকারী গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

হাজী মুহাম্মদ মহসীন কলেজের ছাত্র খালিদ মাহমুদ রিহামের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় জড়িত একজন পলাতক রয়েছে।

গত বুধবার ( ২৭ নভেম্বর ) সন্ধ্যা সাতটার দিকে নগরীর কোতোয়ালী থানার রহমতগঞ্জস্থ কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- খালিদ উদ্দিন ইমন (১৮) , সাকিবুল ইসলাম বাবু (১৮)। বাবু (১৯) পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

খালিদ চট্টগ্রাম জেলার বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকার আব্দুর রউফের ছেলে। সাকিবুল চট্টগ্রাম জেলার বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকার আবু তাহের বিল্ডিংয়ের মোঃ আল ইসলামের ছেলে।

কোতোয়ালী থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাদী রহমতগঞ্জস্থ কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় বাদীকে বিভিন্ন ভয়ভীতি ও উচ্ছৃংঙ্খল আচরণ করে সাথে থাকা ব্যাগ জোর করে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এসময় বাদী ছিনতাইকারী বলে ডাক দিয়ে চিৎকারে পথচারী লোকজন এগিয়ে এসে খালিদকে আটক করে ও বাকি দুইজন পালিয়ে যায়। পরে এসআই অমিতাভ দত্ত ও মিজানুর রহমানের এক পুলিশি অভিযানে সাকিবুলকে দিদার মার্কেট এলাকা থেকে আটক করে পুলিশ। তিন সদস্যের মধ্যে বাবু এখনো পলাতক রয়েছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য তারা। তারা রহমতগঞ্জ, বাংলা কলেজ, গুডস হিল, গণি বেকারী এলাকায় পাহাড়ের নির্জন, অন্ধকারাচ্ছন্ন স্থানে ছিনতাইয়ের কাজ করে থাকে। তারা সাধারণ জনগণের সাথে কুশলাদি বিনিময় করে কোথায় যাচ্ছ জিজ্ঞাস করে ও কথা বলার একপর্যায়ে সাধারণ জনগণের নিকট থাকা ব্যাগ, মানিব্যাগ, মোবাইল ফোন এবং মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। কোন ব্যক্তি যদি পাহাড়ের পাশ দিয়ে হেটে যায় তাহলে তারা উক্ত ব্যক্তিকে টার্গেট করে তার পিছু নিয়ে নির্জন স্থানে যাওয়া মাত্রই ডাক দিয়ে কথা বলতে বলতে একপর্যায়ে ব্যক্তির থাকা জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন