২৯ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে দিনব্যাপী পরিবার পরিকল্পনা বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি »

পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি, কৈশরকালীন মাতৃত্ব রোধ করি“ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ বিষয় আগামী ৭-১২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যান ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে খাগড়াছড়ি এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে জেলা পরিবার পরিকল্পনা সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পাবর্ত্য জেলা পরিষদের পরিবার পরিকল্পনা বিভাগের আহবায়ক ও সদস্য পার্বত্য জেলা পরিষদের খোকেশ্বর এিপুরা।

অন্যান্যের মাঝে সহকারী পরিচালক ডা:আশুতোষ চাকমা,খাগড়াছড়ি সিভিলসার্জেনের প্রতিনিধি ডা: আলাউদ্দিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু তাহের মোহাম্মদ, খাগড়াছড়ি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগময় চাকমা, মাটিরাঙ্গা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটোলমনি চাকমা, দিঘীনালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান উপস্থিত ছিলেন।

সভায় পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন