বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহাবুবর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোস্তাক আহম্মদের উদ্যোগের প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে প্রথমবারের মত ট্রাফিক বিভাগের কর্মরত সার্জেন্ট, টিএসআইদের সাপ্তাহিক ছুটির আদলে ডে – অফ প্রথা চালু করা হয়েছে।
সপ্তাহের শুক্রবার ও শনিবার পালাক্রমে সকল অফিসার তাদের পছন্দমত যে কোন একদিন ছুটি পাচ্ছেন।
এতে অফিসারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাচ্ছে যা আগে ছিল না। ডে-অফ প্রথা চালুর ফলে কর্মরতদের মধ্যে একঘেয়েমিভাব দূর হয়ে কাজের প্রতি নতুন করে উদ্দীপনা পাবে।
আগে সপ্তাহের সাত দিন নিয়ম মেনে ডিউটি পালন করতে হত। ফলে পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাওয়া যেত না। এতে ব্যক্তিগত পারিবারিক কাজকর্ম সম্পাদন বিঘ্নিত হত। চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনারের (ট্রাফিক) আন্তরিকতায় এবং ডিসি (ট্রাফিক) উত্তর ও বন্দর এর সহযোগিতায় সিএমপি ট্রাফিক বিভাগ নতুন এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করেছে। এতে মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ আনন্দিত।
বাংলাধারা/এফএস/টিএম













