৫ নভেম্বর ২০২৫

প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, সম্পদ: কুজেন্দ্র লাল এিপুরা

খাগড়াছড়ি প্রতিনিধি »

‘অভিগম্য আগামীর পথে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে ন্যায় খাগড়াছড়িতে আন্তর্জাতিক ২৮তম প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে খাগড়াছড়ি পৌর টাউনহল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি জেলা অফির্সাস ক্লাবে এসে শেষ হয়।

খাগড়াছড়ি জেলা সমাজ সেবা সহকারি উপ-পরিচালক রোকেয়া বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আহমার উজ্জামান পিপিএম সেবা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:শানে আলম, খাগড়াছড়ি জেলা সমাজ সেবা বিভাগের আহবায়ক ও সদস্য পার্বত্য জেলা পরিষদ সতীশ চন্দ্র চাকমা, জেলা সমাজ সেবা উপ-পরিচালক মো:মনিরুল ইসলাম, জেলা সমাজ সেবা সহকারী পরিচালক মো:জসীম উদ্দিন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে সভাপতির বক্তব্যয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য অনেক কাজ করছেন সারা দেশে ১৬ লাখ ৭৯ হাজার সরকার প্রতি প্রতিবন্ধীকে মাসে ৭৫০ টাকা করে ভাতা দিচ্ছেন। তবে স্কুল এবং কলেজের ১ লাখ শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ৭০০ থেকে ২০০০ টাকা (কলেজ) ভাতা দেয়া হচ্ছ।

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করেছেন।

খাগড়াছড়ি অফির্সাস ক্লাবে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অফিসের আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে প্রধান অতিথির বক্তব্যয়ে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রান্সর্ফোসের চেয়ারম্যান কুজেন্দ্র লাল এিপুরা এমপি বলেন, প্রতিবন্ধীরা দেশের বোঝা নয় সমাজের দেশের সম্পদ.প্রতিবন্ধীদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, প্রতিবন্ধীরা বোঝা নয়, আমি মনে করি, তারা দেশের জন্য সম্পদ। প্রতিবন্ধী, বিধবা, এতিম ও বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছে। প্রতিবন্ধীদের উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে আওয়ামী লীগ সরকারই ১৯৯৯ সালে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। প্রতিবন্ধীদের জন্য সরকার সরকারি চাকুরিতে আলাদা বিশেষ কোটা রেখেছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ