কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়েছে মোবাইল ছিনতাইকারি দলের সদস্য দুই যুবক। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৯ টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকা থেকে তাদের আটক ও মোবাইলগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া।
আটকরা হলেন- কক্সবাজারের চকরিয়ার খুটাখালী গর্জনতলী এলাকার ৪নং ওয়ার্ডের নুর মোহাম্মদের ছেলে আব্দুল আজিজ (৩০) এবং একই এলাকার লেদু মিয়ার ছেলে মনুর আলম (২১)। এঘটনায় পলাতক রয়েছে নুর মোহাম্মদের ছেলে আব্দুল হালিম (৩৫)।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া জানান, পর্যটন শহরে আটক এক মোবাইল ছিনতাইকারি হতে তথ্য পেয়েছিলাম খুটাখালী এলাকার একটি চক্র ছিনতাই করা মোবাইল ফোন নিয়ে রমরমা ব্যবসা করছিল। তখন থেকে ঐ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। মালামালসহ ছিনতাইকারি চক্র অবস্থানে খবর নিশ্চিত হয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে আব্দুল হালিমের দোকান ও বাসায় তল্লাশী চালিয়ে ৪৯টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়। এসময় বাসা ও দোকান থেকে আব্দুল আজিজ ও মনুর আলমকে আটক করা হয়।
মানস বড়ুয়া আটক আব্দুল আজিজ ও মনুর আলমের বরাত দিয়ে আরো বলেন, মূলত আব্দুল হালিম চোরাই মোবাইল সেটগুলো সংগ্রহ করে দোকানে বিক্রি করত। তার সাথে জেলার বিভিন্ন চোর, ডাকাত, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের সাথে যোগাযোগ রয়েছে। তাদের ছিনতাই করা মোবাইল সেট সংগ্রহ করত আব্দুল হালিম।
এ ঘটনায় আব্দুল হালিম পলাতক রয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ
				












