৪ নভেম্বর ২০২৫

দিল্লীতে জুতার কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৪৩

বাংলাধারা ডেস্ক »

ভারতের রাজধানী দিল্লিতে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয় আরো অন্তত ১১ জন।

রোববার (৮ ডিসেম্বর) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ভোরবেলায় ছ’তলা ওই বাড়িটিতে আগুন লাগে। বিল্ডিংটি আসলে কারখানা হিসেবে ব্যবহৃত হতো। সেই সময় কারখানার ভিতরই ঘুমাচ্ছিলেন শ্রমিকরা। আচমকা আগুনের স্ফুলিঙ্গে ঘুম ভাঙে তাদের। চোখ খুলেই দেখেন দাউদাউ করে জ্বলছে সেখানে মজুত রাখা জিনিসপত্র।

জরুরী সেবার ফোন পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। কিন্তু ধোঁয়া আর কুয়াশায় জনবহুল এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। পরে আরও ১২টি ইউনিট এসে পৌঁছায় সেখানে। ফায়ার সার্ভিসের মোট ২৭টি ইউনিটের চেষ্টায় আগুন অনেকখানি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রায় ৫০ জন বাসিন্দাকে ওই বাড়ি থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে আহত ১১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ