বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক ও একটি কার্তুজসহ একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
গত শনিবার ( ৭ ডিসেম্বর) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম মোঃ নাজিম উদ্দিন (৩২) ।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান বাংলাধারাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকায় অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরী বন্দুক, ১টি নীল রংয়ের কার্তুজসহ মোঃ নাজিম উদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা
				












