চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চার দফা দাবিতে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন তারা।
দাবিসমূহ হলো, ১. শহীদ আব্দুর রব হলে ঘুমন্ত শিক্ষার্থীদের উপর অতর্কিতভাবে হামলার নেতৃত্ব দানকারী সুমন নাসির ও আব্দুল্লাহ আল নাহিয়ান খাঁন রাফিসহ জড়িত সকলের গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার। ২. পুলিশ ও প্রক্টরের গাড়ি এবং জিরো পয়েন্টে অবস্থিত ওয়াচ-টাওয়ার ভাঙচুরকারীদের সিসি টিভি ফুটেজ দেখে চিহ্নিত করে গ্রেপ্তার ও স্থায়ীভাবে বহিষ্কার। ৩. বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপ-প্রচারকারীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান এবং ৪. বাহিরের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার জন্য সিনিয়র নেতাবৃন্দের বিরুদ্ধে করা মিথ্যা মামলা আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।
স্মারকলিপিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্বাক্ষর করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু ও সাবেক কমিটির মনসুর আলম, আবু তোরাব পরশ, আবদুল মালেক, মিজানুর রহমান বিপুল, রকিবুল হাসান দিনার, প্রদীপ চক্রবর্তী দূর্জয়, ইমাম উদ্দিন ফয়সাল ফারভেজ, মো. ফয়সাল।
বাংলাধারা/এফএস/টিএম
				












