৫ নভেম্বর ২০২৫

আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবসে রাঙামাটিতে মানববন্ধন-আলোচনা সভা

রাঙামাটি প্রতিনিধি »

“আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এই প্রতিপাদ্যে পার্বত্য জেলা রাঙামাটিতেও পালন করা হয়েছে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস। দিবসটি পালনে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধনের নেতৃত্ব দেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

রাঙামাটি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হোসনে আরার সভাপতিত্বে মানববন্ধনে অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস ঘোষ, দুর্নীতি দমন কমিশনের সাধারন সম্পাদক আব্বাস উদ্দিনসহ সনাক ও টিআইবিসহ সচেতন নাগরিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারী হটলাইন নাম্বার ১০৬ ও ৩৩৩ নাম্বারে দূর্নীতির তথ্য জানাতে সচেতন নাগরিকদের প্রতি আহবান জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

জেলা প্রশাসক বলেন, নিজেকে সৎ রেখে স্ব-স্ব অবস্থান থেকে অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালে আমাদের সমাজ থেকে দূর্নীতি দূর করা সম্ভব। দূর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে মন্তব্য জেলা প্রশাসক বলেন, ইতিমধ্যেই দেশের অনেক রাঘব বোয়ালকে দূর্নীতির অভিযোগে আইনের আওতায় নিয়ে এসেছে। সেই ক্ষেত্রে সরকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারাও বাদ পড়েনি।

সুতরাং রাঙামাটির যেকোনো সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানে যদি কোনো দূর্নীতির তথ্য থাকে সেগুলো দূদক হটলাইন নাম্বার ১০৬ ও সরকারী সেবার হটলাইন ৩৩৩ নাম্বারে কল করে তথ্য প্রদানের জন্য সচেতন নাগরিকদের প্রতি আহবান জানিয়েছেন জেলা প্রশাসক।

তিনি বলেন, রাঙামাটির সরকারী অফিসগুলোতে যদি কোনো অনিয়ম দূর্নীতির সুনির্দিষ্ট তথ্য উঠে আসে তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

বাংলাধারা/এফএস/টিএম


আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ