বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম কাস্টম হাউসের রাসায়নিক পরীক্ষাগার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বড় ধরণের ঘটনার ঘটার আগেই দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, রাসায়নিক পরীক্ষাগার ভবনের নিচ তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর ইউনিটের দু’টি গাড়ি যায়। ২৫ মিনিটের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












