বাংলাধারা প্রতিবেদন »
আল্লামা অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা (রহ.)’র ২৪তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ফ্রি চিকিৎসা, খৎনা, কর্ণছেদন, রক্তদান ও রক্ত গ্রুপ নির্ণয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগরের সৈয়দ বাড়ী দরবার শরীফে রোটারী ক্লাব অব চিটাগাং সুগন্ধা ও রোটার্যাস্ট ক্লাব অব চিটাগাং সুগন্ধা-এর আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
তেলপারই সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা’র (ম.জি.আ.) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নু ক ম আকবর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২-এর ডেপুটি গভর্নর ও রোটারী ক্লাব অব চিটাগাং সুগন্ধা’র চাটার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান আবু হাসনাত চৌধুরী, রোটারী ক্লাব অব চিটাগাং সুগন্ধা’র প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ শাহ আলম, রোটারিয়ান আবু মো. তৌছিফ রেজা, রোটারিয়ান শাহাদাত হোসেন, রোটারিয়ান আবু বক্কর, রোটারিয়ান হোসাইন, আলহাজ্ব জিউদ্দিন জিয়া, অ্যাডভোকেট এটিএম শোয়েব, জনাব মসছুর সিকদার প্রমুখ।
গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় এবং সন্ধানী ব্লাড ব্যাংক, চট্টগ্রাম-এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করেন রোটারী ক্লাব অব চিটাগাং সুগন্ধা ও রোটার্যাস্ট ক্লাব অব চিটাগাং সুগন্ধা।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













