২০ ডিসেম্বর ২০২৫

মিরসরাই ভারতীয় বিনিয়োগের জন্য আদর্শ স্থান

বাংলাদেশে বিনিয়োগের এখনই সবচেয়ে উপযুক্ত সময়।  হলদিয়া ও কলকাতা বন্দরের সঙ্গে নৌ, রেল ও সড়কপথ ব্যবহারের মাধ্যমে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ভারতীয় বিনিয়োগের জন্য অত্যন্ত আদর্শ স্থান। এক্ষেত্রে চট্টগ্রাম চেম্বার সর্বপ্রকার সহায়তা করবে।

শনিবার ( ১৪ ডিসেম্বর) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাষ্ট্রির  বাণিজ্য প্রতিনিধিদল ও চট্টগ্রাম চেম্বারের সঙ্গে দ্বিপাক্ষিক মতবিনিময় সভায় চেম্বার সভাপতি মাহবুবুল আলম এ কথা বলেন।

মাহবুবুল আলম বলেন, ভারত আমাদের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। তবে প্রায় ১০ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশ থেকে রপ্তানি মাত্র ১.৪ বিলিয়ন। এই বিপুল বাণিজ্য ঘাটতি নিরসনে জন্য শুল্ক ও অশুল্ক বাধাশুল্কায়ন পদ্ধতিসার্টিফিকেশন বিষয়ে জিটুজি ভিত্তিতে কাজ করার প্রয়োজন।

তিনি আরও বলেন, জাপান ও ভারতের জন্য সরকার  অর্থনৈতিক অঞ্চলে শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে ভারতের বিশাল বাজার ও পৃথিবীর অন্যান্য দেশে পণ্য রপ্তানির মাধ্যমে উভয় পক্ষ লাভবান হতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের সুযোগ-সুবিধাসমূহ কাজে লাগানোর দরকার।

কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাষ্ট্রির প্রতিনিধিদল নেতা ও বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা সিইও চন্দ্র শেখর ঘোষ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক ভারতীয় ব্যবসায়ি ও উদ্যোক্তা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী। আমাদের ব্যবসায়িরা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে যৌথ বা একক বিনিয়োগ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক সৈয়দ জামাল আহমেদএ কে এম আক্তার হোসেনমো. অহীদ সিরাজ চৌধুরীমো. জহুরুল আলম ও নাজমুল করিম চৌধুরী শারুন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ