বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের ব্যাপারে তিনি কোনোদিন আপোষ করেননি। শুধু চেয়েছিলেন চট্টগ্রাম আওয়ামী লীগ শক্তিশালী ও ঐক্যবদ্ধ হোক। আমার বাবার ব্যাপারে আলোচনা করার রাজনৈতিক অভিজ্ঞতা আমার নেই। অন্যরা আলোচনা করবেন আমি শুনবো।
রোববার (১৫ ডিসেম্বর) নগর আওয়ামী লীগের উদ্যেগে মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মহিউদ্দিন চৌধুরীর ছেলে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।
নওফেল বলেন, বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরী রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করার দৃষ্টতা নেই। তৃণমূল থেকে উঠে এসে আমার বাবা জাতীয় নেতা হয়েছিলেন। কিন্তু তাঁর মনে প্রাণে ছিলো শুধু চট্টগ্রাম।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম।
সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, অ্যাডভোকেট সুনীল সরকার, সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সংসদ সদস্য ডা. আফছারুল আমীন ও এমএ লতিফ, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামসহ নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম













