৪ নভেম্বর ২০২৫

অনিন্দ্য টিটোর বিজয় দিবসের কবিতা

                                          বৃক্ষ প্রিয়তমা


শৃঙ্খল দ্বার ভেঙ্গে
মুক্তির আলো পড়েছে
রক্তে ভেজা পতাকায়!
অশ্রুগলিত জোড়া জোড়া চোখ
জীবন ছুঁয়ে বুনে আমৃত্যু স্বপ্ন;
চুম্বনে ফলবতী হয় বৃক্ষ প্রিয়তমা।
পথে-ঘাটে-মাঠে, পরিত্যক্ত জমিতে
ঝরা পাতাদের তীব্র ঘোষণা পুনর্জন্মের!

ছায়াঘেরা
প্রকৃতি এক রহস্যের ইঙ্গিত
এবার বসন্ত আসবে
দুঃখ-শোকের বেদনার্ত শব্দগুলো
ভুলতে ভুলতে
কবিরা লিখবে নতুন প্রেমের কবিতা
সে এক আনন্দের জয়গানে
নবান্নের খুশি ভাগাভাগি হবে
সমান সমান ভাগে
বাঙালির প্রাণে প্রাণে!

পেয়েছি মানচিত্র
পেয়েছি পতাকা;
পেয়েছি মুক্তি
পেয়েছি স্বাধীনতা!
তবুও অশ্রুগলিত জোড়া জোড়া চোখ
আমৃত্যু স্বপ্ন কেনে চড়া দামে!
পথে-ঘাটে-মাঠে, পরিত্যক্ত জমিতে
ঝরা পাতাদের তীব্র ঘোষণা পুনর্জন্মের!

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ