৫ নভেম্বর ২০২৫

কর্ণফুলীতে ইছানগর সবুজ ক্লাবের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

কর্ণফুলী প্রতিনিধি »

কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইছানগর সবুজ ক্লাব উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে।

আজ ১৫ ডিসেম্বর বিকেলে ইছানগর সবুজ ক্লাব বনাম এস আলম রিফাইন্ড সুগার লিমিটেড এর মধ্যে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন এস আলম সুগার লিঃ।

খেলা শেষে ১৬ ওভারে এস আলম সুগার সংগ্রহ করে ১৫৭ রান।

পরে টার্গেট নিয়ে ব্যাট করতে নেবে ইছানগর সবুজ ক্লাব ১০ উইকেট হারিয়ে সংগ্রহ ১০৯ রান। ফলে ৪৮ রানে পরাজিত হন।

অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সচিব রনির উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন জাবেদ।

বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে অংশ গ্রহণ করেন এস আলম সুগার মিলের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবু বকর সিদ্দিক।

রানার্স আপ ট্রফি তুলে দেন সবুজ ক্লাবের আহ্বায়ক অলি আহাম্মদ সিদ্দিকী।

চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সবুজ ক্লাবের উপদেষ্টা ও মধ্য ইছানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বাবুল হক।

প্রীতি এই ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. লোকমান, নুরুল হক, মো. শাহাজাহান, রবিন, এরশাদ জুয়েল, সালা উদ্দিন, ফরহাদ ও আকিবসহ প্রমূখ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ