৫ নভেম্বর ২০২৫

বীর শহীদদের স্মরণ করছে চট্টগ্রাম

বাংলাধারা প্রতিবেদন »  

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করা হচ্ছে চট্টগ্রামে।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন উপজেলায় শহীদ বেদিতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।এরপর শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, চট্টগ্রামের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, পুলিশ কমিশনার মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, পুলিশ সুপার নুরে আলম মিনা, নগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, নগর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরাও শ্রদ্ধা জানান।এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল সশস্ত্র অভিবাদন জানান । পরে সর্বস্তরের মানুষে লোকারণ্য হয়ে যায় পুরো শহীদ মিনার এলাকা। ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদি।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু, লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখতে পাই,পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা,  বিভিন্ন স্লোগানে মুখরিত হয় শহীদ মিনার এলাকা।

এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে ও উপজেলায় সকালে বিজয় র‌্যালি বের করা হয়। এতে অংশ নেন সর্বস্তরের মানুষ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ