৫ নভেম্বর ২০২৫

সন্দ্বীপে বিজয় দিবস উদযাপন

সন্দ্বীপ প্রতিনিধি » 

উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সন্দ্বীপে উৎযাপিত হলো মহান বিজয়ের ৪৮ তম বছর।

ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে। দিবসের শুরুতে সন্দ্বীপ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ৭১’র শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সম্বৌধি চাকমা’র নেতৃত্বে সন্দ্বীপ উপজেলা প্রশাসন, মাস্টার শাহজাহান বিএ’র নেতৃত্বে সন্দ্বীপ উপজেলা পরিষদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরিফুল আলমের নেতৃত্বে সন্দ্বীপ থানা পুলিশ।

এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান ও সাধারণ সম্পাদক উপজেলা ভাইস-চেয়ারম্যান মাঈনউদ্দিন মিশন’র নেতৃত্বে সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ,মানিক-বেলাল-বাদশা’র নেতৃত্বে জাতীয় শ্রমিকলীগ সন্দ্বীপ উপজেলা আহবায়ক কমিটি, আবুল কাসেম ও ওমর ফারুক চৌধুরী কাউসার’র নেতৃত্বে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ, বাপ্পি গুহ’র নেতৃত্বে তাঁতী লীগ ,প্রেসক্লাব, খেয়া, হাতিয়ার ৭১ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংস্কৃতিক সংগঠন।

সকাল ৮ টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে মহান বিজয় দিবস উপলক্ষে সন্দ্বীপবাসীর প্রতি বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিবাদন বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সম্বৌধি চাকমা।

এরপর শুরু হয় কুচকাওয়াজ, এতে পুলিশ-আনসার-গ্রাম প্রতিরক্ষা-বয়েজস্কাউট-গার্লস ইন স্কাউট-হলুদ পাখি’র সদস্যরা সহ সন্দ্বীপ উপজেলাধীন বিভিন্ন কালেজ, স্কুল ও প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সন্দ্বীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।

কুচকাওয়াজ শেষে শুরু হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রদর্শনী গান নাচ কবিতা আবৃতি নাটিকা সহ খেলাধুলা।

সকাল সোয়া ৯ টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সাংসদ মাহফুজুর রহমান মিতা এরপর যথাক্রমে উপজেলা ছাত্রলীগ, কৃষকলীগ, যুবলীগ শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সন্দ্বীপ শাখা ৭১’র বীর শহীদের আত্মার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনায় কোরআন খানি এবং বিশেষ মোনাজাতের আয়োজন করেন।

বেলা পৌণে ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত বিভিন্ন সংস্কৃতিক প্রতিযোগিতা ও খেলাধুলা সহ প্রদর্শনীর বিজয়ী শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাংসদ মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সন্দ্বীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ