বাংলাধারা প্রতিবেদন »
বাঙালি জাতির শ্রেষ্ঠতম আত্মদানে অর্জিত শ্রেষ্ঠতম গৌরবের বিজয় দিবস আজ। এই দিনকে ঘিরে শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে বাঙালি জাতি। সারাদেশের মত নগরীতেও নেয়া হয়েছে দিবসটি পালনের বিভিন্ন উদ্যোগ। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ২৮ মিনিটে প্রথমে শহীদ মিনারে ফুল দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বনির্ভর দেশ গড়ার স্বপ্ন দেখেছেন । আর তাঁর স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এরপর ফুল দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ বিজয় মেলা পরিষদ, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগ, । বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, চট্টগ্রামের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, পুলিশ কমিশনার মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, পুলিশ সুপার নুরে আলম মিনা, নগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, নগর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরাও শ্রদ্ধা জানান।এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল সশস্ত্র অভিবাদন জানান । পরে সর্বস্তরের মানুষে লোকারণ্য হয়ে যায় পুরো শহীদ মিনার এলাকা। ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদি।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আজ বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি স্মরণীয় করে রাখতে চট্টগ্রামে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
সঞ্চালনায় ছিলেন নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
বাংলাধারা/এফএস/টিএম













