পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় চাঞ্চল্যকর লেগুলা চালক গফুর হত্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা।
আদালত সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের হাতে খুন হয় লেগুনা চালক মোহাম্মদ গফুর।
এর আগে চাঞ্চল্যকর গফুর হত্যা মামলায় শুরু থেকে জড়িতদের কোনো আলামত পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। পরে নিহতের মোবাইলের সূত্র ধরে গত শনিবার তিন কিশোরকে পটিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। রোববার সন্ধ্যায় পটিয়া জুড়িশিয়াল আদালতে গ্রেপ্তারকৃতরা ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। জবানবন্দি শেষে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণের আদেশ দেন জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক।
রোববার দুপুরে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিশ্বেশ্বর সিংহের আদালতে হত্যা মামলার আসামীরা জবানবন্দি দেয়।
তারা হলো- পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সামশু মিয়ার ছেলে নাজমুল ইসলাম ইয়াছিন প্রকাশ হৃদয় (২৩), কক্সবাজার জেলার ইসলামপুর গ্রামের শফিউল কাদেরের ছেলে মোবারক হোসেন (১৬) ও নাইক্ষ্যাংছড়ি বান্দরবানের সাং পূর্ব বাসান পাড়ার মোহাম্মদ ইউনুচের ছেলে মোহাম্মদ ইলিয়াছ প্রকাশ ইকরাম (১৫)। আসামিদের মধ্যে হৃদয় সরাসরি খুনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে স্বীকার করে। সে নিজেই গাড়ি চালকের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিল, এ সময় অন্য দুইজন উপস্থিত ছিল বলে আদালতে জানায়।
নিহত গাড়ি চালক মোহাম্মদ গফুর (৪৫) পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বাহুলী এলাকার বাসিন্দা।
পটিয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, আটক তিন কিশোরকে আদালতে নেওয়া হলে তারা সেখানে সেচ্ছায় ১৬৪ ধারায় খুনে জড়িত থাকার বিষয়ে জবানবন্দি দেয়। এরপর তাদেরকে আদলত কারাগারে প্রেরণ করেন।
তিনি আরো জানান, মুলত একটি কিশোর গ্যাং ছিনতাইয়ের সময় ওই চালককে খুন করে তার ব্যবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যায়।
বাংলাধারা/এফএস/টিএম













